Monday, 28 September 2020

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যেগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত।।

 লক্ষ্মীপুর সদর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যেগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত।।

---------------_----------------------------------------------------------------------------------

বিগত ২রা জুলাই ২০২০ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর সদর উপজেলার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারী আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলার প্রধান উপদেষ্টা জনাব এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও চট্টগ্রাম বিভাগ উত্তরের সভাপতি ড. এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী। লক্ষ্মীপুর শহর শাখার সেক্রটারী মনজুরুল ইসলাম মিরনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, জেলা সহ-সভাপতি কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, লক্ষ্মীপুর শহর শাখার প্রধান উপদেষ্টা জনাব আবুল ফারাহ নিশান এছাড়া আরো বক্তব্য রাখেন চন্দ্রগ্রহণ উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল হাকিম, লক্ষ্মীপুর সদর উপজেলার সেক্রেটারি ডাক্তার শামসুল হুদা, ট্রেড ইউনিয়ন সমূহের সমন্বিত শাখার সেক্রেটারী ডাক্তার হারুনুর রশিদ, সালাউদ্দিন, আব্দুল্লাহ আল আখের ও ফখরুল ইসলাম সহ প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন সারা পৃথিবী ব্যাপী করোনা ভাইরাসের কারণে হজ্বের উপস্থিতি নির্দিষ্ট সংখ্যক ও সীমিত করা হয়েছিল। কম হয়েছে আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে পরিস্থিতি থেকে উত্তরণ করুন। শ্রমিক আন্দোলনকে বেগবান করতে হলে সাধারণ শ্রমিকদের মাঝে ইসলামের মৌলিক বিষয় কালেমার দাওয়াত স্পষ্ট করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কে আরও জোরদার ভূমিকা রাখতে হবে। পৃথিবীর ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত অনেক নবী-রাসূল শ্রমিক ছিলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নিজেও একজন শ্রমিক ছিলেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী একসময় চা বিক্রেতা ছিলেন। পৃথিবীর ইতিহাসে যারাই প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রতিষ্ঠার মূল চাবিকাঠি ছিল শ্রমিক বান্ধব অর্থনীতি। আমাদের জাতিকে উন্নত করতে হলে শ্রমিকদেরকে আদর্শ নৈতিক চরিত্রের ভিত্তিতে গড়ে তুলতে হবে। মালিক-শ্রমিক সম্পর্ক উন্নত করে শ্রমিকের সমস্যা সমাধানের মাধ্যমে একটা রুচিশীল উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। পরিশেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে বৈঠকের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

No comments:

Post a Comment