সংবাদ কি এবং কি ভাবে ।
সংবাদ সাধারণত সেটি যা মানুষের শুনার জন্য আগ্রহ থাকে এবং কোন জ্ঞান পিপাসু কে কোন বিষয়ে তথ্য দিয়ে থাকে তাকে সাধারণত সংবাদ বলা হয়ে থাকে। সংবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ নিউজ News চারটি অক্ষর নিয়ে গঠিত হয়। যার মানে হল N = North, E = East W= West, এবং S= South. উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ চারিপাশের কখন কোথায় কী হচ্ছে তার সমন্বিত জ্ঞানের নামই হচ্ছে সংবাদ।
আবার অনেকেই বলতে চান যে প্রাত্যহিক যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিউজ নয় সে গুলো ঘটনা। কোন ঘটনা তখনই সংবাদ বা খবর হয় যখন তা সাধারণেে শুনার আগ্রহ তৈরী করে এবং সেটি নিউজ হয়ে থাকে। তাহলে মোটা কোথায় আমরা বলতে পারি আমাদের চারপাশে যা কিছু ঘটছে তা অন্যের নিকট জানার জানানোর উপযোগী করে পরিবেশনা টিকে সংবাদ বলে। আর যিনি সে কাজ টি করেন তাকে বলা হয় সাংবাদিক বা সংবাদকর্মী।
বর্তমান সময়ে প্রচারমাধ্যমের ভিন্নতার কারণে সংবাদকর্মীদের ব্যাপক ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে, সেটি আমরা অন্য সময় আলোচনা করব। এখন আমরা সংবাদ বা নিউজ কত প্রকার সেটা জানার চেষ্টা করছি। সাধারণত সংবাদ চার প্রকার।
১/ চলমান সংবাদ বা Hard News.
২/ আবেদনময় সংবাদ বা Soft News.
৩/ অনুসন্ধানী সংবাদ বা Investigation News এবং
৪/ দুঃসংবাদ বা Bad / Sad News.
উপরের প্রদত্ত প্রকারভেদ গুলো যদি আমরা বিশ্লেষণ করি প্রত্যেকটি প্রকারের বিশ্লেষণ আমাদেরকে প্রত্যেকটি আলাদা আলাদা সংবাদ সম্পর্কে ভিন্নতা তৈরি করার দেবে। তাই আসুন আমরা উপরে চার প্রকারের সংবাদ সম্পর্কে জানার চেষ্টা করি।
১. চলমান সংবাদ বা Hard News. প্রতিদিন অনেক ঘটনা ঘটে এবং সংবাদ হয় কিন্তু চলমান সংবাদ বলতে আজকের ঘটনা বা সংবাদ আজকে এবং অতি দ্রুততার সাথে প্রকাশ করাকে বুঝায় । যেমন লক্ষ্মীপুরের রায়পুরে বাসচাপায় এক পথচারী বাস চাপায় নিহত। উক্ত ঘটনাটি সেদিনের জন্য একটি চলমান সংবাদ। This is called A Hard News.
২. আবেদনময় সংবাদ বা Soft News - আবেদনময় সংবাদ সাধারণত মানুষের আবেগ বা অনুভূতিকে নাড়া দিয়ে থাকে। গতবছর লক্ষ্মীপুরের রায়পুরে বাসচাপায় পড়ে যে যুবকটি মারা গিয়েছিল সেই যুবকটি একজন অন্ধ বাপের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তাকে হারিয়ে পরিবার এখন নিঃস্ব, পরিবারের কাছে সরকারের সহযোগিতা পৌঁছানো একান্ত প্রয়োজন ।
৩. অনুসন্ধানী সংবাদ বা Investigation News - অনুসন্ধানী সংবাদ বলতে বোঝায় সাধারণত সংবাদের পেছনে যদি কোন সংবাদ থাকে তাহলে সেটিকে অনুসন্ধানী সংবাদ বলে। যেমন লক্ষ্মীপুর রায়পুরে যে যুবক বাস চাপায় নিহত হয়েছিল সেই যুবকটি মদপ বা নেশা গ্রস্ত ছিল কিনা। অথবা মামলাটি তদন্ত পুলিশের কোন দুর্বলতা আছে কিনা? অথবা মালিকদের সাথে পুলিশের যোগসাজশে মামলাটির ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কিনা? ইত্যাদি।
৪. দুঃসংবাদ বা Bad / Sad News - দুঃসংবাদ বিষাদের সংবাদ প্রত্যহ আমাদের জীবনে ঘটে থাকে সেগুলো হয়তো কখনো গুরুত্ব পায় কখনো গুরুত্ব পায় না। তবে দুঃসংবাদ গুরুত্ব পাওয়ার ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে সংবাদের শিরোনাম। সংবাদ শোনার জন্য মানুষের আগ্রহের বিষয় প্রতিদিনই মানুষ মারা যায় জন্ম নেয় পৃথিবীর চিরাচরিত নিয়ম কিন্তু কোনো সেলিব্রেটি বা বিখ্যাত লোক যদি মারা যায় তাহলে সেটি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, তাই তখন সেটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ হয়ে থাকে। যদিও সে ঘটনাটি একটি সংবাদ। দুঃসংবাদ এর ক্ষেত্রে সাধারণত আরেকটি বিষয় আমাদের সামনে ভেসে আসে সেটি একটি সমাজের অধঃপতনের দিক। বিশেষ করে কোন যুবসমাজ নেশায় আক্রান্ত হলে কোন যুব সমাজের মধ্যে চুরি, খুন, ধর্ষণ বেড়ে গেলে এগুলো দুঃসংবাদ হিসেবেই আমাদের কাছে আসে।
কিন্তু এ সমস্ত সংবাদগুলোর গুরুত্ব থাকে কারণ এগুলোর পেছনে অনুসন্ধান করে অনেক সময় পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি সংবাদ যাই হোক না কেন অন্যের কাছে পৌঁছার গুরুত্ব আছে কি না সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় । যেটি পোঁছলে সমাজ এবং রাষ্ট্রের উপকার হবে মানুষ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে তাকে আমরা সংবাদ বলে থাকি।
যারা আমাদের কাছে এগুলো উপস্থাপন করেন তারা অনেক কষ্ট করে এগুলো আমাদের কাছে নিয়ে আসেন। কোন সমাজ তাদের মূল্যায়ন করে কোন সমাজ তাদের মূল্যায়ন করে না। আবার কিছু সাংবাদিক রাজনৈতিক লেজুড়বৃত্তির নামে সংবাদ বিনিময়ে মূল্য গ্রহণ করতেও দেখা যায় যেগুলো কোনোভাবেই কাম্য নয়। একটি সমাজ ও রাষ্ট্রকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে দরকার এক ঝাঁক নির্ভীক সংবাদকর্মী। যারা আমাদের কে সত্যের আলো দেখাবে দেখাবে মুক্তির পথ। সে আশায় থাকলাম আমরা আমাদের সাংবাদিক সমাজ নিশ্চয়ই হবে নিষ্কলুষ দলীয় শৃঙ্খলা মুক্ত। ক্ষমতা ও অর্থ লোভী প্রভাবশালীদের নিকট থেকে সমাজকে রক্ষা করবে। জাতি ও দেশকে বাঁচাতে আমরা চাই সেই রকম সংবাদ কর্মী গড়ে উঠুক প্রতিটি মফস্বল এলাকায় ও শহরে।।
- মমিন উল্লাহ্ পাটওয়ারী।।
No comments:
Post a Comment